আমার মাঝে মাঝেই বিভিন্ন রকম ইচ্ছা মাথার মধ্যে চেপে বসে।
এই যেমন মাঝে মাঝেই ইচ্ছে করে বাড়িওয়ালার কুকুরটাকে দুইটা ল্যাং মারি।
মাঝে মাঝেই ইচ্ছে করে স্কুলের দপ্তরীকে বলি এত জোরে ঘন্টা বাজাস কেন।
আমার যদি হাত থাকত( লম্বা) আমি এয়ারোপ্লেনটিকে ধরে মাটিতে নামিয়ে ফেলতাম।
কাগজের নৌকা যারা বানায় তাদেরকে বলতাম তোমরা লম্বা নৌকা কেন বানাতে পারনা।
আমার যদি বড় দুইটা হাতি থাকত তাহলে জমিদারের সব কলাগাছগুলি তাদেরকে দিয়ে খাইয়ে ফেলতাম।
অনেক কিছুই মাঝে মাঝে ইচ্ছে করে লম্বা হয়ে মেহগনি গাছটাকে ধরি।
সবখানে  তো অনেক নিয়ম কানুন ;মাঝে মাঝে ইচ্ছে করে জাতিসংঘের ছাদের উপর গিয়ে হিসি করি।
ইচ্ছে করে একটা বড় রকেট বানিয়ে মঙ্গল গ্রহে গিয়ে থেকে আসি।
ইচ্ছে করে জাহাজের মাস্তুলটাকে ধরে বলি তুই শুধু আমাকে বহন করতে পারিসনা কেন।

দুই তিনটা বেলুন বানিয়ে সেগুলো  ফাটিয়ে নিজের নাম ঘোষণা করতে ইচ্ছে করে।



এত কিছু ইচ্ছে করে কেন?

আমার কি কিছুর অভাব?

আমি মনে হয় মাঝরাতে তারা দেখি!

মনে হয় (দেখি) সাপ মাছ কেটে কেটে খাচ্ছে!

মনে হয় আসমানে একটা উল্কা ফুটেছে সেটা তৎজলদি ভেঙ্গে পড়বে!

না, আকাশটা আজ  দমকা হাওয়া দেখেছে সে আজ সবকিছু চুরমাচুর করার স্বপ্ন দেখতেছে!

না না সব ভুল,
                 আজ কারা আগুন লাগাইছে তারা আজ বাড়ি থেকে চলে যাচ্ছে!

আসলে সব ভুয়া, আজ দাজ্জাল নামবে!