নীলাঞ্জণা
তুমি কোথায় আছ?
তোমার সাথে কথা বলব।
তোমার কফির পেয়ালায় এখনও কি চা মুখ তুলে চায়?
তুমি এখনও কি আয়নাতে নীল- নগরকে দেখ?
খেতে বসলে এখনও খক খক কাশ আসে?
তুমি কি চিঠি লিখতে বসে উদ্যম হয়ে এখনও কিছু ভাব?
এখনও কি পথের ধারে রোজ রাতে শিউলি বুনো?
এখনও কি মেঘপল্লীতে নীলিমার ছবি আঁক?
থেকে থেকে বৃষ্টিতে ভিজে গুনগুনাগুন গান কর?
আমার কথা লিখো তুমি চিঠিতে। আমরা যে নীল নদ হয়ে ঝাঁপ দেব।পাখিরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। নীল পাতারা কান পেতে শুনবে।আকাশের প্রজাপতি তারারা পাখা মেলে চেয়ে থাকবে।