বনলতা সেন কোথায় তোমায় আমি দেখেছি।তুমি ছিলে চন্দ্রের জোৎস্নায়; ছিলে আকাশের ধ্রুুবতারার মাঝে।

এই জীবন সকল সাধনা ব্যর্থ করিয়া তোমায় খোঁজে।

কত জনমে তুমি আমার ছিলে; কত চৈত্রের খরতাপের মাঝে ছিলে; পৌষের হিমশীতের মাঝে ছিলে।

সকল গান পূর্ণতা পায় তোমায় জপলে।

উর্বষী, মহিয়সী, মানিনী- একবার এসো এধরাতে আগুন ফুল ফুটুক।