পাখি হলে উড়ে যেতাম নিউইয়র্ক, এথেন্স, রোম।
মনের কথা বলতাম মনের তীক্ষ্ণতা মিশিয়ে।
মনের আনন্দে কিচিরমিচির শব্দে সব ঝাঁকালো করে নিতাম।
আমায় দেখে লিখতো কাব্য শেক্সপিয়ার, হোমার, গেটে।
আমায় নিয়ে এক যে মহানাটক মঞ্চস্থ হতো সেথায় শেক্সপিয়ার নিজে তীক্ষ্ণতা যাচাই করে নিতেন।
ভিঞ্চির মনে হতো আমি আরেকবার ইহলোককে নতুনভাবে আঁকি।
আমি যে উড়ে যেতাম হাজার লোকের ভীড়ে আমায় দেখে সবাই কল্প-কাহিনী সাজাতে ব্যস্ত থাকতো।