আমি এক ১৭ বছরের কিশোর।মনের মধ্যে কত কি খেলা করে।


একদিন কুয়াকাটা যাওয়ার বড় শখ হল।


সব জুগিয়ে একদিন কুয়াকাটার পথে নিজেকে হারিয়ে দিলাম।


পথে যেতে যেতে কুয়াকাটার দৃশ্য মনের মধ্যে খেলতে লাগল।


সে এক অপরূপ দৃশ্য।


চারিদিকে যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর বিয়ের মঞ্চ প্রস্তুত হচ্ছে। কেউ যেন কথা বলছে না।সবাই এক নজরে তাকিয়ে।


কারও পানে যেন আজ কোন ধ্বনি নেই।আজ সবাই এক ধ্যানে।আজ সবার মনের মধ্যে প্রশান্ত মহাসাগরের গভীরতা বিরাজিত হইতেছে।


আজ সবাই 'ভাষাহীন' আনন্দে মেতেছে।


যাইহোক এইভাবে চলতে চলতে একসময় পথের শেষ বিন্দু এসে যায়।


তখন আমি মনের আনন্দে মূল দৃশ্যপটের দিকে নিজেকে ঝাঁপিয়ে দিলাম।