আকাশের তারাদের বলি তোমরা তো __ দেখেছ আমায় একটু গল্প বলনা।
সিন্ধু নদীর তীরে দাড়িয়ে আমি কতবার কল্পনা করেছি কিন্তু সে উপাক্খান আসেনা।
যদি থাকত পঙ্খী-ঘোড়া আমি চড়ে দূরাকাশ থেকে তাকে দেখতাম।
আমার প্রিয়ার শাড়ীর আঁচলে সে হীরে কেন নেই তা কেবলই আমাকে ভাবায়।
মঙ্গলে যেতে যেতে যদি মোরে একটি কবিতা আওড়াতে বল তবে আমি সে গীতমালা রচনা করব।
ধরা দাও তুমি হে গীতলহরী
আমি শুধু বন্দনা আওড়াই।
কবে আসবে, কোন নদীর জলে ভাসবে
আমি শুধু চেয়ে রই।
এ জীবনের সকল কাব্যকাতা গঙ্গার জলে ভেসে যাক
আমি শুধু.................দূরআকাশ।