পৌষের হিমশীতের মাঝে তোমায় খুঁজি।
চৈত্রের খরতাপের মাঝে তোমায় খুঁজি।
আষাঢ়ের নগ্ন ঢালার মাঝে তোমায় খুঁজি।
তুমি কোথায় আছ?
কোন উলুবনে?
এ ধরা যদি ধ্বংস হয়ে যায় তুমি কি আসবেনা?
আমি হাজার বছর পথ চেয়ে থাকব।
আমি আগুনের শিখায় উলুধ্বনি দেব তোমার পথ- চেয়ে-।
আমি মহামুলুকের গায়ে শিখা-আঁকব তোমার পথ- চেয়ে-।
যেদিন সব পুরাবে;
দক্ষিণে হাওয়া বইবেনা;
আকাশে উতলা ঝড় বইবে
সেদিনও __ তোমার পথ চেয়ে থাকব।