কি কথা লিখব তোমায়।
কত ছবি আঁকতে মোনালীর মত করে, কত ছবি আঁকতে ঐশ্বর্যের মত করে।
আমি যে গিয়েছিলাম এথেন্সে সেথায় তোমার ছবি বার বার ভেসে উঠে।
যে কথা লিখার জন্য শেষ চিঠিটি লিখেছিলাম
সেটিতে তোমা' নাম ভাল করে ফুটে উঠে নি।
কোলকাতার 'রাঙা', বাজারে, হিমছড়ির 'ঐশ্বর্য'
বাজারে তোমার নাম পাওয়া যায়।
যে কথা লিখার জন্য এ চিঠিটি লিখা তা তৃমি ভাল করে বুঝার চেষ্টা কোরো।
রঙ্গিন আলোতে, হাস্নাহেনা কৃষ্ণচূড়ায় এ নাম লেখে আমায় তুমি পাঠাইও।