প্রকৃতি যখন ক্লান্ত হয়;
পৃথিবী হয় কোলাহল মুক্ত,
নি:সর্গে নামে শব্দহীন রাতের নৈ:শব্দ।
তখন শ্যামলবর্ণের একটি মুখ,
পুঁইলতার মতো লকলকে শরীর;
জলজলে দুটি চোখ
আমার শিয়রে এসে দাড়ায়।
কাশঁফুলের মতো কোমল হাতের
আলতো স্পর্শে আমাকে জাগিয়ে তোলে।
মূহুর্তেই আমাকে শয্যাত্যাগী  করে
আমরা মুখোমুখি বসি।
তার নাম কষ্ট
কষ্ট আর আমি সারা নিশি জাগি।