চাঁদের দেশের চাঁদনী বুড়ী
মোদের দেশে আয়,
চাঁদের বাড়ি শুকনো রুটি
জল পাওয়া যে দায়।


আলো দিয়ে প্রাণ জুড়াবে
মিটবে কী তোর খিদে?
মোদের দেশে আসলে পরে
এততো দেবো খেতে!


চাঁদ মামা কে ডাকছি কত
আয় চাঁদ মামা আয়,
শাদা আলোর চিমনি জ্বেলে
চাঁদ মামা ঘুমায়!


আসলে তুমি চাঁদনী বুড়ী
কততো গল্প হবে!
রাত ফুরাবে দিন ফুরাবে
গল্প রয়ে যাবে।


পা দু'খানি মেলে তুমি
বসবে তোমার মত,
শুনবো আমি তোমার কথা
লক্ষ্মী সোনার মত।