তুমি এসেছিলে প্রজন্মের হাত ধরে,
তুমি এসেছিলে প্রজন্মকে এগিয়ে নিতে।
বাংলার পথে প্রান্তরে যেখানে যেমন খবর,
তুমি দিয়েছিলে আপনের মত করে দৃঢ়তার সাথে।
তুমি দানিয়েছো নব দিগন্তে ঊষার আলো
বাংলার ঘরে ঘরে।
'সময়ের সাথে আগামীর পথে ...।'
দুষ্কর, তবু তুমি করেছো দৃশ্যমান দীপ্ত মনোরথে।
তাইতো তুমি আজ পেরুলে কালের সুদীর্ঘ বিভাগ!


ভালবাসা তোমার মনোরঞ্জনে,
তুমি এগিয়ে যাও যুগ থেকে যুগান্তরে!


বাংলার মাটি, বাংলার রূপ বৈচিত্র নিয়ে
তুমি এঁকেছো সবুজ বাংলাদেশ দেশে দেশে।
বাংলার মানচিত্র পেরিয়ে তুমি এসেছো মরু প্রান্তরে।


তুমি মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যকে করেছো উদ্দীপ্ত!
শুভেচ্ছা তোমায়, পুঞ্জিত ভালবাসা তোমায়,
তুমি এগিয়ে যাও যুগ থেকে যুগান্তরে!
----------
০৩/০৮/২০১৫ ইং
এনটিভির দর্শক ফোরামের অনুরোধে তাদের প্রিয় চ্যানেল এর এক যুগ পূর্তি অনুষ্ঠানে আবৃত্তির জন্য এ কবিতাটি লেখা।