জানো হে, মানুষ" ঘর্মে-ঘর্মাক্ত ঝরিলেই হয়না কর্ম ?

নিজ খেয়ালে যে চলিবে,বুঝিবে না সে মানবের ধর্ম ।

অবহেলা অবলা রমণীর ঘোরতর অশান্ত স্বামী !

দূর্বলতায় যে ধুলাবালি খেলে তাহার বিধ্বংসী বলি ?

সততার নজির ধুলা,মিথ্যায় হাসি হাসি বেলা ?

মসজিদে পায়ে পা, কাঁধে কাঁধ,মেলাতে অযথা ঠেলা !

হাটিলে হাঁটুর লাগিবে শক্তি-মনজানে জনতার ভক্তি ?

মানুষ মানুষের না হলে,কখনোই মিলিবে না, মানবের মুক্তি।