এক মানব হারভাঙা আরেক মানব দুখে ?

কোনো মানব কর্মহীন,কোনো মানব দুঃখ রাখে লুকে ।

কেহ অন্ন দুখি কারো গণ্য হারা দুখ ?

কেহ মানের তরে কামলায় কালো মুখ ।

কারো আবার অন্তজ্বালা কারো বুকটা হয় খালি ?

কারো আবার চাকরি তরে শুনতে হয় গালি ।

কেহ আবার আড়ির দুখি কেহবা আবার জ্বালা ?

কেহ আবার বিয়ে'ই কাঁদে যদি সন্তান করে হেলা ।

কেহ কাজের দুখি কেহবা মূর্খতে হয় জ্বালা ?

কারো দুখের পিঁড়িত কারো শিক্ষিত নয় ভালা ।

কারো কালো দুখ কারো ফর্সাও অবহেলা ?

কেহ শীতের দুখি কারো গরম কালের জ্বালা ।

কেহ কথার দুখি কেহ ন্যায্য পথে বাঁধা ?

কারো বেশি পিঁড়িতে অসময়ে গাধা ।

কেহ পাওয়ার দুখি কেহ চাইতে অবহেলা ?

কেহবা,শ‌উরিক দেখানো কৌশলে পর মালা ।