যৌবন ঘাট
মোঃ আরিফুল ইসলাম



ঠিক দুপুরে রোদ হেসেছে,চল নদীতে চল ?

আকাশ কোণায় মেঘ ভেসেছে,নীল হয়েছে জল ।

ঝলোমল নদীর দু-কূল কাশ দুলোনি ফুল !

সাঁতার কেটেই-জলের বুকে,খেলবো মনের ছুল ।

আজকে যেনো রৌদ্র কিরন বীপ্তী ভরা দোলা ?

চতুর্দিকে বৃক্ষ কাড়ে মন দুলানি ভেলা ।

চিকচিকতে রৌদ্র বালু,ঘোমটা পথের নারী !

অল্প হাসির টোল-গালেতে,সব নিয়েছে কাড়ি ।

দুই পাড়েতে জল দুলিছে,ভর মেতেছে জনো !

জন্মভূমির টান বেড়েছে,মন দিয়ে আজ শোনো ?