তারা অনেক অনেক দুঃখ নিয়ে গান করে-
হয়তো এই দুঃখই তাদের এত সুন্দর করেছে!
ঠিক যেমন দুঃখ, বেদনা মানুষকে বড় করে তোলে
আর এই দুঃখই পাখির কণ্ঠ সুন্দর করে তবে?


হে আত্ম অস্থিত্ব,
তোমাকে পাখির চেয়ে কম বেদনাগ্রস্ত মনে হয় না-
তবে বেদনা ভাগ করো মনের গহীনে সুরে সুরে।
আমার কষ্ট,  আমার বেদনা, আমি জানি না!
কি এমন রহস্য লুকায়িত গোলাপের সৌরভে?


হে আত্ম অস্থিত্ব,
দুঃখ পেয়ো না, বেদনায় হইয়ো না কখনো নত-
ভেবেছিনু গোলাপ নির্মল, ফুটেছে আমার জন্য,
রঙিন সূর্যের হাসিময় মুখে তাই হলাম আসক্ত!
গোলাপের কাটা ভেদ করে ভালোবাসা ত্বরান্বিত।