চাঁদ, সূর্যের আলো নিয়েই তার এক কদরতা,
আমি কি তবে চাঁদ হবো? উনি যে সূর্যের মহাপ্রথা!
যখন ব্রহ্মাণ্ড যায় অসারতায়, চন্দ্রের চাই আহার,
তখনই তো শুনি সূর্যালোকের মহা প্রসার।


আমার কাছে তিনি রুদ্র কণ্ঠ, শুনে নব মৃত্তিকা,
অন্যায়ের বিরুদ্ধে জ্ঞান রূপকে মোর কর্ণদাতা।
তিনি ধানের শিশিরে মিশে থাকা শুভ্রতার প্রতীক,
শাসনের পাশে ভালোবাসা বিলিয়েছেন অধিক।


তিনি সূর্যের সেই মহা প্রলয়ে ধ্বংসের রূপ নন,
তিনি রাজ্যদ্বার প্রতীক, তিনি জ্ঞানের প্রীপন।