মিছে মায়ার বাঁধনে ভুগছেন জীবন!!
ছিড়ে যায় যুগের পর যুগের দীর্ঘ বন্ধন!!
দুঃখ বিনে সুখ নাহি পেলো ক্ষণিকের জীবন!!
জীবন খেলার মাঠে কেউ কারো নহে আপন!!
ঝরা বৃক্ষপত্র নিয়ে খেলা করে জীবন!!
পত্রপত্রিকা ভিজিয়ে রাখে দু'টি নয়ন!!
তাঁরা কি জিতে গেছে যারা ছিড়েছে বন্ধন!!
নাকি তাঁরা বন্ধন ছেড়া শব্দ রেখেছে গোপন!!
তবে আমার মতো কবি হও এখন!!
অন্যের দুয়ারে ভিক্ষার চেয়ে সুখ পাবে যেমন!!
                   মানুষ তো এমন,,,
               পর কে ভাবে আপন!!
                   অদ্ভুত এই ভুবন,,,
                   অদ্ভুত এই মানুষ,,,
              আরো অদ্ভুত এই জীবন!!
           অন্যথায় ক্ষণিকের এই জীবন
    আবার আপন বলতে জীবন আর মরণ
                    বাকি সব স্বপন!!
অন্যের দুয়ারে সুখ ভিক্ষা করতে লজ্জা লাগে এখন
কারণ মানুষ ভিক্ষার থেকে আঘাত করে বেশি ক্ষণ!!
               ভালোবাসার অধঃপতন
                 একাকী জীবনযাপন
                 যৌবন মাঝে বিচারণ
              অঙ্গ জুড়ে ব্যর্থতার কিরণ!!