আবার কবে? দেখা হবে,
নীলের সাথে নীল জড়িয়ে
কোনো নির্মল বিকেলে,
তুমি আমি, পাশাপপাশি,
হাতে হাত রেখে বহু দূর ঐ সুদূর-
জানা অজানা পথের বাঁকে হাঁটাহাঁটি।


আবার কবে? দেখা হবে,
কোনো সুভ্র সকালে;
প্রথম চায়ের কাপে-
সেই তুমুল হাসাহাসি,
চোখে চোখ রেখে
ভালোবাসার গভীরতায় মাখামাখি।


আবার কবে? দেখা হবে,
তোমার আমার সেই বকুলতলাতে;
কোনো সন্ধ্যা সাঁজে
তোমার কোলে মাথা রেখে-
শান্ত হবো অবশেষে,
ঠিক এমন কোন জোছনা রাতে।


বলোনা,আবার কবে? এমন হবে,
সকল চোখ ফাঁকি দিয়ে-
ছুটে আসা তোমার কাছে
ভীরু ভীরু কাপুরুষ মনে;
শুধু মুঠো ভরে ভালোবাস নিয়ে
সকল বাধা পেরিয়ে।


ওগো প্রিয়তমা!
আবার কবে? ফেরা হবে-
তোমার আমার সেই ছোট্ট শৈশবে,
আমাদের প্রিয় বকুলতলাতে।
আজ এই ত্রিশটি বছর পেরিয়ে
সকল অতীত যেন কড়া নাড়ে প্রতিটি ক্ষণে ক্ষণে।