চলো হারাই,আবারো হারাই
দূর হতে বহু দূরে সঙ্গোপনে;
জনমানব শূন্য কোন পথের বাঁকে
নীল আকাশকে সাক্ষী রেখে;
চলো হারাই আবারো হারাই
দূর হতে বহু দূরে।
ঠিকানা বিহীন কোনো রাজ্যের জন্ম হবে আজ
তোমার আমার আগমনে,
শীতল ভালোবাসার স্রোতধারা বহমান রবে
কোনো নদীর তীরে;
চলো হারাই,আবারো হারাই
দূর হতে বহু দূরে।
একান্ত আপন মনে তুমি আমি সঙ্গোপনে
হেঁটে যাই চলো হাজার বছরের পথ ধরে,
নেই কেউ আর বাধা দেবার,
এই প্রকৃতি বরণ করে নেবে আমাদের;
চলো হারাই,আবারো হারাই
দূর হতে বহু দূরে।
ভালোবাসা যেখানে পুষ্প ফোটাবে,
সূর্য কিরণে যেখানে সকাল হবে,
চলো ছুটে যাই সেখানে তুমি আমি সঙ্গোপনে;
আবারো হারাই, দূর হতে বহু দূরে!