আকাশ দেখবি? আকাশ!
চল তোকে আজ আকাশ দেখাই।
নীল চাদরের আকাশ!
দক্ষিণের ঐ বটতলায় বসে
আজ আকাশ দেখবো দু'জনে মিলে।
তুই আমায় মেঘের ভেলায় ঘোড়া বানিয়ে দিস,
আর আমি,তোর প্রিয় রসমালাই বানাবো।
সেবারের মতো ঘোড়ার পিঠে চড়ে-
সাত সাগর পারি দেবো।
কিরে যাবি না?
অভিমান করেছিস?
আরে আয় পাগল।
ঘুমিয়ে আছিস কেন?
তোকে আজ লজেন্স কিনে দেবো,
কটা চাই তোর?
বলনা খোকা একবার!
আর একবার এসে বায়না ধর
বাবা লাল জামাটা কিন্তু এবাই চাই আমার।
শেষ বারের মতো হলেও একবার চোখটি খুল-
বাবা বলে ডাক,শান্তি দে আমায়!