তুমি স্বপ্ন অগোচরে আমায় খোঁজ-
আমি যবে জীবন আঁধারে একাকী পরে রই,
তুমি হাত বাড়িয়ে আমায় ডাকো-
আমি যবে একলা ঘরে চুপটি হয়ে রই,
তুমি অশ্রু মুছে হাসতে শেখাও-
আমি যবে দুঃখটাকে আপন করে নেই।
তাই, সত্যি বলছি এ আমি আমার নই,
তুমিহীনা এ আমি মিথ্যে অযথাই।
তোমার ছোয়ায় পৃথিবী রাঙায়
সূর্য উঠে পূর্ব দিকে,
বিদায় বেলায় আঁধার নামে-
আমার পৃথিবীর পশ্চিমে ।
তাইতো বলি - "এ আমি আমার নই,
তুমিহীনা এ আমি মিথ্যে অযথাই।"