আজ চিঠি উড়ুক আকাশে!
শত শত বছরের ইচ্ছে নিয়ে,
শত অনুভূতি জড়িয়ে
চিঠি উড়ুক আকাশে।
আবারো অনুভূতির জন্ম হোক-
লাল-নীল খামে,
শুরু হোক পথা চলা অনুভূতি বাহকের।
তাই আজ চিঠি উড়ুক আকাশে।


আমি অপেক্ষার প্রহর গুনে গুনে
অনুভূতির স্মরণে বসে রইবো;
ওগো প্রিয়তমা-
শুধু উত্তরটা যেন আসে।
আজ চিঠি উড়ুক আকাশে!


ডাকবাক্স সব ফাঁকা পরে রয়,
কোথাও কোনো চিঠি নেই,
ভুলে গেছি আমি লাল-নীল অনুভূতি
আধুনিকতার নামে,
চলে গেছে ডাকপিয়ন অজানা সুদূরে
ছুটছুটি নেই তার আমার এ শহরে।
আজ তাই চিঠি উড়ুক আকাশে
আবারো নতুন করে।


ওগো প্রিয়তমা-
তোমার কি একটুকো সময় হবে?
চলোনা আজ চিঠি উড়াই একসাথে।