মানবতা বোধ মিশে গেছে আজ ঐ সুদূরে আকাশে,
আঁখি মেলে দেখো কোথায় পাবে তারে
এই রণক্ষেত্রের ভীড়ে।
জাতিতে জাতিতে বিভেদ চলে এসেছে রক্তাক্ত চারিপাশ,
তাই দেখে নির্বাক হয়ে আছে নতুন প্রজন্ম আজ।
ভয় হয় ভীষণ পা ফেলিতে মাটিতে
তাজা রক্ত যদি মেখে যায় এ দুটি কোমল পায়ে।


আমিতো সবে সুপ্ত পদ্ম হয়ে আঁখি মেলেছি ধরণীর বুকে,
তবে কেন এ হিংস্রতা দেখতে হবে আমারি প্রথম সূর্যোদ্বয়ে।
খোদা তুমি আজ বলে দাও নিজে-
এ তুমি আমায় কোথায় নিয়ে এলে?


এভাবে কত আর রক্তস্রোত বইবে ধরণীর বুকে জুড়ে,
কি করে ভুলে গেলে আজ
তুমি আমি আমরা মানুষ সবে।
ধর্মের নামে রক্ত ঝরাই আমি আপন মানুষের বুক চিড়ে,
আমি নাকি সেই উত্তম মানব যে শান্তি বিলিয়েছি।
কি করে ভাবি শান্তি মিলবে রক্তের বদলে,
সেতো শান্তি নয় কান্না শুনবে ধরণীর বাতাসে বাতাসে।
খোদা তুমি আজ বলে দাও নিজে-
এ তুমি আমায় কোথায় নিয়ে এলে।