বলবো না কভু আর ভালোবাসি তোমায়,
তবে স্বপ্ন সাজানোর অধিকার একান্তই আমার।
বাধা দিও না,
সবিতো নিয়েছো কেড়ে,
শুধু এটুকো রেখেছি নিজের কাছে,
লিখে যাবো গল্প তোমার আমার।
নাম দিবো তোমার নামে-
"এক অনুপমা ছিলো।"
ভয় নেই, আমি কাউকে দেখাবো না,
আমার ডায়েরির কোনো ভাজে-
পরে থাকবে চিরোকাল,
দেখবে না কেউ, কেউ দেখবে না!
এতো শুধু আমার অধিকার।
কারণ, অনুপমা যে ছিলো শুধুই আমার!