হেসো না আর অমন হাসি তুমি,
যে হাসির আড়ালে লুকিয়ে থাকে
এক শত একটি কান্নার প্রতিধ্বনি!
হেসো না আর অমন হাসি তুমি।
কিসের অতো দুঃখ তোমার-
কেনো এ ছদ্মবেশ?
দিবে কিছু দুঃখ আমায়?
অমন করে হেসে হেসে লুকোবো অবশেষে
এক শত একটি কান্নার প্রতিধ্বনি!
ঠিক তোমার মতো করে।