যদি হঠাৎ করে দেখা হয়ে যায় আবার
তোমা হতে একটুকো দূরে।
সত্যি বলছি,সেদিন থেমে যাবে এ পথ চলা
সকল ক্লান্তির অবসান দিয়ে।
ভালো লাগা,ভালোবাসা জাগ্রত হবে আবার;
স্বপ্ন যত সাজানো,আলো ছড়াবে পুনরায়।
আমি যে সেই প্রথম দেখা হতে
এক অন্য আমি হয়ে ভালোবেসে গেছি,
প্রতিটি দিন সপ্তাহ গুনে খুঁজেছি তোমায়।
মাঝে মাঝে মনে লয় নেই তুমি আর
আমার এ ভুবনে,
চলে গেছো অন্য কোথাও
শত আলোক বর্ষ দূরে।
যদি হঠাৎ করে দেখা হয়ে যায় আবার
তুমি কি পারবে চিনিতে আমায়?
নাকি সবার ভিড়ে হারাবে এ মুখ;
কোনো আগন্তুক হয়েই-
রয়ে যাবো তোমার আঙিনায়।
যদি তাই হয় তবুও দুঃখ নেই,
এভাবেই থেকো তুমি,
আমি ভালোবেসে যাবো তোমায়;
তুমি মাতিয়ে রেখো আমায় এই লুকোচুরি খেলায়।