যে কবিতা বর্ণ চেনে না,
যে কবিতা হাসতে জানে না,
যার কোন আবেগ,অনুভূতি,উল্লাস নেই;
যার পুরোটা জুড়ে শুধু আঁধারের ছায়া,
তার কি কখনো কোনো নাম হতে পারে?


যে কবিতা কথা বলে না,
যে কবিতা স্বপ্ন দেখায় না,
যার মধ্যে কোনো শান্তি খুঁজা যায় না,
যার কোনো নিজস্ব গন্ধ নেই,
তার কি কখনো কোনো নাম হতে পারে?


যে কবিতা যুদ্ধ করেনি,
যে কবিতা ভালোবাসেনি,
যার কোনো পরিচয় নেই,
যার পুরোটা জুড়ে একাকী বিরাজমান,
তার কি কখনো কোনো নাম হতে পারে?


যে কবিতায় বিলাসিতা নেই
নেই প্রশ্নের ভিড়
যার নতুন প্রানে বিশ্বাসে একাকার
যার সবটায় ছিলো দলের বাহার
তার কি কখনো কোনো নাম হতে পারে?


যে কবিতায় পুর্নতার আশা
মাঝে মাঝে নিশ্বাসের লেশ
যার অক্লান্ত মনে বেদনার রাশ
যার চিরতর ঘিরে প্রিয়তার মাস
তার কি কখনো কোনো নাম হতে পারে?


যে কবিতায় ঝিরঝিরে অনুভুতি
একটু আকটু শেষের আশা
যার অপুর্নতায় কবি পার করে বেলা অবেলা
যার নামে দ্বিধার দন্ধ
তবে কি হতে পারে তা
কবিতায় ঘেরে কবির হাতের অপু্র্নতার কবিতা।


বিদ্রঃ কবিতাটি ২জন (হায়শান সাবিত ও নূর এ মেহজাবীন ইভা) এর লিখা