আমি জেগে ছিলাম সেই রাতে
শুধুই নিজের অস্তিত্বে জড়িয়ে,
যেন অমাবস্যার সকল আঁধার নেমে এসেছিলো-
আর ঝড় হাওয়ায় ব্যাকুল চারপাশ,
আমি জেগে ছিলাম সেই রাতে।
প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে শুধু তোমার নাম জপেছি,
অনেক খুঁজেছি তোমায়,তুমি আসোনি,
নিজেকে লুকিয়ে নিয়েছিলে মেঘেদের আড়ালে।
তুমি কি জানতে না ঝড়ো হাওয়া কতোটা ভয় পাই আমি?
তবে কেনো এ লুকোচুরি?
সত্যি ভীষণ কষ্ট হয়েছিলো,
নিভু নিভু প্রদীপ ছাড়া কোথাও ছিলো না কেউ সেদিন,
চিরো একা আমি বিশাল এ পৃথিবীর বুক জুড়ে-
বিবর্ণ চারপাশ ছিল যেন শুধু আঁধার জড়িয়ে।