ধূসর এ মেঘগুলোর মতো হয়তো একদিন -
এ গল্পটাও মিশে যাবে কোন বর্ষার এক পশলা বৃষ্টিতে,
চারোদিকে শান্তির বীজ বুনা হবে কদমের মালা গেঁথে,
শুধু এ গল্পটা মুছে যাবে চিরোতরে!
তুমি কেঁদোনা তাতে,
দেখে নিও নতুন কোনো গল্পের জন্ম হবে,
শুধু তুমি জড়িয়ে নিও নিজেকে-
সে গল্পে কোনো এক নায়িকা হিসেবে।
পথ চেয়ে দিন পঞ্জিকায় আর দাগ কেটো না,
ভেবে নিও পুরোনো গল্পের লেখক এখন আর
গল্প লেখে না,সে ভীষণ ক্লান্ত!
তাই তুমি নতুন কোনো গল্পে নিজেকে জড়িয়ো,
ভালোবাসার পূর্ণতা দিয়ে ভালোবেসে যেও।
ভালো থেকো তুমি, ক্ষমা করোও আমায়!
অসমাপ্ত এ গল্পের নায়ক আমি
আজ নিজের কাছে নিজেই মেনে নিলাম পরাজয়।