আজ বিলীন হয়েছি আমি
আমার আত্মা আমার থেকে মুক্তি নিয়েছে।
ফিরে দেখা সেই অতীত
বারবার এসে কাঁদে,আর বলে-
"আমি যাবো না তার সাথে
তুই আমায় আপন করে নে,
ঠিক সেই শৈশব থেকে যেভাবে আগলে রেখেছিলি
ঠিক তেমন করে নে,
আমায় তুই আপন করে নে।"


আজ বিলীন হয়েছি আমি
আমার আত্মা আমার থেকে মুক্তি নিয়েছে।
শত কাব্য আজ নীল হয়েছে,
ঠিক সাগর জলের মতো গভীর,নীরব,শান্ত
ভীষণ ক্লান্ত তবুও নিস্তব্ধ।
দূর বহু দূর সাঁতরেছি একাকী অনেক পথ,
অবশেষে পাথর হয়ে থমকে গেছে এ রাজপথ।
ভুলে গেছি সব, আপন পরিচয়;
নেই আমি আর আগের আমি
আমি যে এখন বিলীন হয়েছি,
একাকী ভীষণ একাকী।