ঝর্নার জল ক্ষয়ে ক্ষয়ে পড়ে,
বহতা নদীর বুকে।
নদী বলে জল কেন বয়ে যাও,
কিসের এত সুখে?
.
পাথরের গায়ে এ কারু রেখা,
কেন যাও তুমি একে?
যেথায় তোমার জন্ম হয়েছে,
একেবেকে যাও ফিরে।
.
গোধুলির এই শেষ বেলাতে,
চলেছ বয়ে বয়ে।
তোমার রুপালী যৌবন শুধা,
ফুরাবেনা কী কোন কালে??
.
অাধার পেরিয়ে বাধা ছাড়িয়ে,
কোন নিয়তির পানে?
কোথায় তোমার শেষ বলে যাও,
খুজবার নেই মানে।
.
অনেকটা সময় হয়েছে পার,
অাছ তবু তুমি বেশ।
দূর্বার তুমি যাচ্ছ এগিয়ে,
নাই কী তোমার শেষ?
.
মর্ত্যে তুমি প্রাণ রক্ষি,
তুমি কর নাশ।
বিধাতার এই পক্ত নিয়মের,
আমরা সবাই দাস।
.
জল বলে জন্মাই আমি,
পেতে মৃত্যুর খোঁজ।
এই ধরণীতে পেয়েছি অামি,
বিধাতার দেওয়া সাজ।