কবি মাহমুদ দুইটি সাদা পাতা জুড়ে
কবিতা লিখে শেষ করলেন
"ভাবকল্প ও চিত্রকল্প" কবিতার নাম
এবং তিনি পাঠ করেছেন
জোরে জোরে
তিনি লিখেছেন-
"সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে কদাচিৎ যা কিছু পরিচয়ে
হিংসে হতবাক আত্মসাৎ করবি হে মানব জাতি"
আমি অবাক হয়ে দেখছি  
ছোট রঙিন টিভির পর্দা থেকে চোখ সড়াতে  
দেখলাম কবি মাহমুদ,পড়তে পড়তে উঠে দাঁড়ালেন
মনে হয়েছিল আমি তার কবিতার ভক্ত
মনে মনে খুব কৌতুহল জাগলো কি হবে এই দৃশ্যের পর
তাহলে আমি কি কবির প্রেমের পরে  গেছি
ছিঃ একী বলি
তার কবিতার প্রতি কৌতুহল জাগছে আমার
তাহলে কি কবি মাহমুদ
শেষ পর্যন্ত কবিতাটি ছাপাতে পারবেন ?


বর্ণনা: (প্রথম পর্বে)
এর আগে "ভাবকল্প ও চিত্রকল্প"কবিতার মাধ্যমে বোঝানো হয়েছিল একজন পুরুষ লেখক,টিভি নাটকের একজন কবি চরিত্র, তার তিনি লেখায় মগ্ন,পারিপার্শিক পরিবেশ দৃশ্যমান দৃশ্য লেখক তার নিজের ভাষাতে বর্ণনা দিয়েছেন।  
(দ্বিতীয় পর্বে)
একই নাটকের একজন মহিলা দৃষ্টি থেকে দেখানো হয়েছে,মহিলা লেখিকার কৌতুহল কবি মাহমুদ (নাটকের চরিত্র) প্রতি বাড়তে থাকে এবং কবির কর্মকান্ড উপর প্রণয়ের সৃষ্টি বর্ণনা তুলে ধরা হয়েছে ।