পারবো না আমি সেখানে যেতে
যন্ত্রণা রাজ্যের বাস
কিভাবে আমি বদলে গেছি
এক পশলা বৃষ্টি চোখের জল
নাকি শুন্যতার মাঝে ডুবে আমি
সবার কাছ থেকে পালিয়ে বেড়িয়ে
দূরে অন্যক্ষণে নষ্টামির গুরুপাক
অপরাধ যৌনতার জগৎ ঘুরে ফিরে
পচন ধরেছে আমার শরীর জুড়ে
মানুষ গুলো সুখ খুঁজে
আগুনের লেলিহান শিখা
স্বপ্নের রাজ্য ভেঙে চুড়মার
রাধাকৃষ্ণ প্রণয়ে
হৃদয়ে ঘটিত বিচ্ছেদ
গভীর মনোজগৎ
নির্বাক নগরী ভুলে যাওয়া দিন
বড্ড বাজে মায়াবী হাতছানি শুধু মরীচিকা
জীবনযুদ্ধে পরাজিত সৈনিক এই আমি ।