একই বৃন্তে থাকব মোড়া,একই ছন্দে দেব পাড়ি
একই আশা রাখবো বুকে, কর্মগাড়ি নেবে বাড়ি।।
সবাই মিলে করব যে কাজ,দু:খ মহাশয় পাবে যে লাজ
সৃষ্টি সুখে মাতাবো সকল সাজ।।
ভয় করো না তোমরা সবে, সকল হাতে রবে হাত
কাপঁবে না যে কারো বুক
সবার মনে একই সুখ,
মরতে হলে মরব মোরা
গাইব শুধু সুখের গান
কর্মউল্লাসে বাজবে সকল প্রান।।