আমার মায়ের মতন আর কেহ নাই
মা যে আমার অমূল্য রতন ভাই।


আমার সুখে হাসে সে যে,কাঁদে আমার দু:খে
পঙ্কিল পথচলায় সাহস জোগায় মা -যে।


মা  যে বলে,
যাও এগিয়ে ভয় করো না কো কোন কিছুতে
আমার আশীষ থাকবে সদায় তেমার পিছুতে।
সৎ পথে চলিও সদা সত্য কথা বলিও
সুষ্ঠ বিকাশ ঘটায়ে আপন সত্তা জ্বালিও।।


তুমি দূর্বার গতিতে অগ্নি প্রজ্জ্বলনে,
পথহারাদের দেখাবে দিশা
গুচে যাবে সবাকার মাঝে
অমানিশার অন্ধকার নিশা।
এই তব মোর আশা।।


আমি বলি মা গো---
সময় হয়নি এখনো তব স্বপ্নের স্বাধ মেটাতে
হয়তো বা হয়নিকো এখনও সময় বা ব্যর্থ আমি উন্মত্তে
উদ্ধতশীরে মাথা উচু করে ভীড়ে
লড়ে যাই সদা তোমার মান রাখাতে।।


পারব কি ? মা
তুমি বললে, পাড়বে !পারতেই যে হবে


দেখবি বাবা  ওরে আমার মনা
থাকবি নাতো এমন রে তুই
রেখে গেলাম আশীষ রূই
গুচে যাবে সকল দু:খ বঞ্চনা।।
হয়ত আমি থাকবো নাতো
আমার সোনার সুফল যত
দেখবো নাতো হয়ত মান
বপন বীজে সৃষ্ট তোমার  ধরিত্রীর অপার সন্মান।