সেখানে 'আমরা' আর যাইনা-
সেখানে তুমি আর যাওনা....………
সেখানে এখন শুধু আমি আছি!
সেখানে আছে শুধু স্মৃতিতে মোড়ানো বিষাদের ঘর,
ক্লান্তি ধরে,তবুও ছাড়তে পারিনা,
থেকে যায় মৃত অপ্সরা'র টানে.......
ক্লান্তিরা জানে-
চলে গেলেই রয়ে যাও।
রয়ে যাও,থাকা না থাকার সমস্তটাজুড়ে!
আমি সেখানে রোজ দাঁড়িয়ে থাকি..........
তুমি যেদিন বলেছিলে আসবে,সে থেকে!
দাঁড়িয়ে আছি সমুদ্রের বুকে আকাশ হয়ে-
রোদ,বৃষ্টি-ঝড় কখনোই আমাকে স্পর্শ করতে পারেনি!


জ্যোৎস্না রাতের ঘাঁইহরিণী মৃত্যুর মত যমের টান-
অষ্টপ্রহর খুব করে তোমার স্পর্শ খোঁজে!
তুমি না হয়,ইচ্ছে করে না ই আসলে!
আমি না হয়,অপেক্ষা করি
বেঁচে থাকবো প্রেমিকার অপেক্ষা হয়ে.…...
এটাই বা ক'জন পারে বলো?
সেখানে আর তুমি আসোনা........
সেখানে আর 'আমরা' যাইনা!


এমনটি খুঁজে কোথাও পাবে না কেহ,
যেমনটি দিতাম আদর,ভালবাসা আর স্নেহ!
অথচ,তোমার আমার আমিকেই, "আমি ছুঁতে পারি নাই!"