কতজন ই এলো গেলো,
আরো কত আসবে-
পাবো কি আর তাহারে?
যে তোমার মত ভালবাসবে!


চলে গেলে কত বসন্ত
কত পাখি বাঁধলো গান,
তারই মধ্যে রিক্ততা ছিল
শূন্য ছিল তব স্থান!


কত স্বপ্ন চোখের পাতায়
কত স্বপ্ন পড়ে ঝড়ে-
অজস্র শ্রাবণ এ জীবনে
অভিমান-বিচ্ছেদের তরে!


অজস্র কূল ভাঙে আর
সহস্র কূল গড়ে-
কেউ বাঁচে ভালবাসায়।
কেউ ভালবাসাতেই মরে!


তবে কি বিচ্ছেদব্যথায় ই প্রেম নিহিত,
ভালবাসার পরম সার্থকতা।
প্রিয় ছাড়া অপ্রিয় জীবন-
বিধির নিঠুর বাস্তবতা!