এইতো এখনো মনে আছে,
দিয়েছিলাম তারে যে না যাচে!
দিয়েছিলাম এক কাল রাত্তিরে-
আছে যত ভালবাসা বিষাক্ত সাথীরে।


অযাচিত হ্মুরধারা পথে
চলেছি অজানা রথে
অচেনা পথে
অচেনা ঠিকানায়
অন্য জামানায়!


বিবর্ণ গোধূলিতে তুমি হারালে,
অজস্র বিদগ্ধ যন্ত্রনার আড়ালে।
আমি হেঁটে চলছি পোড়া পথে-
ধ্বংস স্তুপের ভস্ম মেখে,
আবেগ-ভালবাসা শুন্য পাশবিক চোখে।


চলেছি অন্য জগতে-


বাস্তবিকতার চোখ রাঙানি মেনে
জ্বলন্ত কাষ্ঠলের বর্ণ নিয়ে
স্তব্ধ বামপাশ পীড়া ভর্তি থলে
জীবিত কোন শবদাহ হয়ে!


তুমি শরীরের গন্ধোছোয়াঁয় মত্ত,
অবেলায় নিয়তির ঝড়ে পড়া ফুল।
তুমি অন্য কারো কবিতায় প্রস্ফুটিত!
ঘোর অমানিশার সহস্র ভুল।
আমার ভুলে ভরা ছন্দহীন বিশ্রীরকম শব্দে;
কোনঠাসা অবয়বহীন কল্পনা মাত্র!
প্রতিটা হ্মণেই লিখে-একেঁ যাই তোমারে-
অবকাশ মিলেছে কি কভু ভাবার আমারে?