যে চলে যায় মৃত নদীর মত শীতে,
চলে যায় অন্তরীহ্মে তারাদের দেশে!
বেঁচে রয় কারো হৃদয়ের অব্যক্ত গীতে-
প্রিয় থেকে প্রিয়তর দিনশেষে।


মিশে যায় গোধুলীর আবছা আঁধারে!
নির্জন অরণ্যবাসী কিংবা আকুল পাথারে।
সে বেশি প্রিয় হয়ে রয়-
যে চলে যায়!