কোন এক প্রেমিকের হ্রদ কোটরে,
ভালবাসার পবিত্র বহরে,
তোমার নামে আছে ঘর-জমিন
স্থায়ী সেথায় একা সঙীহিন!


প্রিয়তমা,
সেই ঠিকানায় করুণা করে হলেও মিথ্যাভরা চিঠি দিও,
ছলনা করে হলেও বলো
"ভালবাসি"


প্রতিদিন দেখে তোমারে
প্রতিটা হ্মণ প্রতিটা প্রহরে।
ভাসে যে অশ্রুজলে,
সে জল যে কথা বলে।


নেই কোন অভিযোগ,
নেই কোন সুখভোগ।
আছে কেবল ভালবাসা,
তবুও ভালবাসে নেই প্রাপ্তির আশা।


আর কি প্রমাণ লাগে?
যার ভেতরে তুমি থাকে!
মুখের কথায় থাকে কি বিশ্বাস?
যেখানে উত্তর প্রতিটা দীর্ঘশ্বাস।


আমাকে ডাকার অবকাশ পাওনি তুমি কভু,
তবুও আমি তোমারই কাছেই যাব শুধু।
প্রেমিক তো আমি!
তাই বারবার ই যাব-
লজ্জ্বা-অধিকারের রীতি ভেঙ্গে।


তোমায় নিয়ে লিখব অজস্র কাব্য,
খুঁনসুটির অভিমানে ভালোবাসা আদর,
বেঁচে থাকুক ভালবাসা
জড়িয়ে পাঁজরের সাথে পাজর।