আমি এক ক্রীতদাসের গল্প জানি,
অস্তগামী সূর্যকরে তার ক্রীতদাসত্ব শুরু হয়েছিল,
মিথ্যা আশার ছলনে রহস্যাবৃত করাদে বন্দী ছিল সে,
নিজেকে অযাচিতভাবে স্বোপার্জিত করেছিলো,
স্বীকার করেছিলো দুঃখবাদের নিয়তি,
মেনে নিয়েছিলো চিরদুঃখের ক্রীতদাসত্ব!
একজীবনে সবকিছুর বিনিময়ে সে শুধু একজনকে চেয়েছিল,
শুধু একজনকে!
পরিনামে কি পেয়েছে জানো???
একবুক জ্বলানো অনলরুপ কষ্ট,
স্বপ্ন ভংগের বেদনা,
ভালবাসরুপ পাপের অব্যক্ত শাস্তি
ছলনার বিশে ভগ্নদূতের বিশ্বাসঘাতকতা
পেয়েছে কতশত অজানা মনস্নায়বিক পীড়ন,
শুধু কি শাস্তি মিলেছে?
না,না পুরস্কারও জুটেছে ঢের
ক্রীতদাসত্বও গ্রহন করেছে তোমার দেওয়া কষ্টের
আর কি?
অধমের জন্য এটাই কি মহাপ্রাপ্তি নয়?
সে তো শুধু তোমার ভালবাসার ক্রীতদাস ই হতে চেয়েছিল!
সামাজিকতার গন্ডি পেড়িয়ে ক্রীতদাস গেয়ে যায় বিরহবিধুর গান,
সভ্যতাভিমানী কখনো তাদের ভাবার অবকাশ পায় না,
অনুভব করতে পারেনা তার জঠরজ্বালা,
বলতে পারো আর কতটা পুড়লে সে খাঁটি হবে?
আর কতটা কতটা কষ্টের দাসত্ব স্কীকার করলে প্রেমিক হতে পারবে?
ক্রীতদাসের স্বপ্ন,আশা,ভালবাসা থাকতে নেই,
থাকেনা কারো সাথে জীবনপথের চুক্তি,
নেই কোন সামাজিকতার বেড়াজাল।
অভিমানের আস্তাকুড়ে সব যেন ধুস্তুর!
জানো তার কোনকিছুর ইচ্ছা নেই!
সে যথার্থ ক্রীতদাস হতে পেরেছে!
তবুও প্রতিটা ঘুম ভাঙা সকালে আর নির্ঘুম প্রতিটা রাতে,
মুক্তির ভূত চেন তাকে চেপে বসে,
অনুভুত হয় ক্রীতদাসত্বের অবসান,
মনে হয় শিকল ভেঙ্গেছে মত্ত হাতি,
সাদা রংঙে সজ্জিত তার শুভ্র রশ্মিজাল,
তার চিন্তালোকের নয়ন উন্মোচিত হয়
মহাকালের মঞ্চে সার্থক অভিনেতা ভাবে
সে একটি সোনালি সকালের স্বপ্ন দেখে,
ভরদুপুরে ক্লান্ত হয়ে,তোমার আচল কোটরে নিজেকে লুকাতে চায়,
পড়ন্ত বিকালে তোমার কোলে মাথা রাখার প্রত্যয় ব্যক্ত করে,
গোধুলিতে কোন এক অজানার উদ্দেশ্য হারাতে চায়,
সে কোন লোলুপতায় আশ্রিতজন নয়।
তবুও চায় মধ্যরজনীতে তোমার পরশে সে যেন শিহরিত হয়,
তুমি কি চাকচিক্যময়তার বৃত্ত অতিক্রম করতে পারবে?
কখনো নিজের নয়নমণির আলোকে উদ্ভাসিত হতে পারবে?
পারবে সত্যিকারের ভালবাসা চিনতে?
জানি একদিন তোমার চেতনামণি  উজ্জ্বল হবে,
সেদিন হতে সত্যের রুপগন্ধ চিনতে পারবে,
অকপটচিত্তে স্বীয় ভুল স্কীকার করে বাহুডোরে জড়াবে তারে,
ছিন্ন করবে তার কষ্টময় ক্রীতদাসত্বের বন্ধন,
মুক্তি দিবে তোমার প্রেমপূর্ণ শহরে
ডানা ঝাপটানোর।
সে দিন পূর্নতাপাবে আত্মার বহু যাচিত আশা,
ক্রীতদাসের অনির্বাণ ফিরে পাবে তার ভালবাসা!