তুমি বর্ষাধোয়া প্রথম কদম ফুল-
আমি অগ্নিযোগে ঝলসানো নিঃশেষ কালি;
কলঙ্কদগ্ধতার বাইরে মহাপ্রণয়ে আকুল
দিনশেষে আমি শুষ্ক মরুর উত্তপ্ত বালি!


যেনে নিও এই মৌনতা নিরবধি-
স্থবির অনন্তকালে যাত্রা,
যেন স্তব্ধ শীতল মৃত্যুর মত চুপ!
জীবন্মৃত হৃদয় অসাড় -
অমানিশার ঘোর মৃত্যুকুপে ডুব!


আমারও যে খুব একলা লাগে-
শুধু তোমার কারণে;
ফিরতে চাই অজস্র বাঁধা অতিক্রম করে, হেরে যাই তোমার বিরক্তিভাজন বারণে!


তুমিও যদি নিঃসঙ্গতায় থাকো,
অহর্নিশ আমার অভাবে-
পিছনে ফিরে দেখো আজো আমি আছি।
তোমার ছায়া হয়ে,পুরানো সেই স্বভাবে!


অনিঃশেষ মৌনতার পারাবারে-
হেরে যাই কেনো বারেবারে?
প্রতীহ্মা যেখানে শুভ্র গাংচিল হয়ে ভাসা;
তবুও প্রতিটা ঢেউয়ে ভাঙে বুলবুলির আশা!