ভালবাসা পবিত্রম আগুনজ্বলা সত্যের ঘর।
বাঁ পাশের ঘরে একটা মন্দির আছে-
সেখানেও দেব-দেবতা থাকে।
তাঁরা চিরঞ্জীবী নন;
একসময় নক্ষত্রের মত তাঁদেরও মৃত্য হয়!


সেখানেও সতত কেউ পূজিত হন,
আরাধ্যদেব বা দেবী তা জানেন।
তবুও স্বীয়সার্থ কিংবা নিয়তির দরুন,
অভীষ্ট ফল দিতে পারেন না!


আরতির ঘরে ঘৃতাহুতি-
চিরায়ত বহমান সংগোপনে-
বাইরের ঘর সবাই দেখে,
তুমি ঘরপোড়া তাও জানে।
আচ্ছা,খুব করে ভেতর ঘরের খবর কেউ রাখে?