অবহেলা করো নাকো তারে,
পথশিশু বলে দূরে ঠেললে দিচ্ছ যারে!
অভাবী,অনাহারী সে,সেও তো মানুষ!
তবে তুমি ক্যানো এমন করছো থাকিতে হুশ?


খুব তো পার্টি করো,মজা করো বেশ।
কত খাবার দাও ফেলে!
কি এমন জাত যায়-
সে খাবার তাদের মুখে দিলে?


খেতে চাইলে মারধর করো-
তিরস্কার করো শত!
ভেবেছ কি কভু?
তুমি যদি হতে তাদের মতো!


স্রষ্টার সৃষ্টি সবাই সমান,
ভাল ভাবে বাঁচুক তারা।
সাহায্য করব সতত তাদের;
আমরা ভাল আছি যারা।


কত জন ই না হ্মুধায় কাঁদে!
কতজন ই তো মরে,
চলুন না তুলে দেই খাবার
অনাহারীদের তরে।