ভাবিনি কখনো দুঃখ কারাগারের আসামী হবো!
জীবনের আশ্রয় স্থল হবে শুধু দুঃখ সাগর,
চাইনি কখনো তোমার হঠাৎ নিরুদ্দেশ,
চাইনি নেমে আশুক চিরজীর্ণ শীত।
শত-সহস্র আশার গুড়ে বালি,
মিথ্যা আশার বচনে ছলনে সবই ছিলো মুড়ানো;
ঈশ্বর,আমি মৃত্যুর আহাজারি দেখেছি,
কখনো সেই পীড়াগ্রস্ত হৃদয়ের প্রলাপ বুঝিনি।
নিজের ভেতর গুমড়ে থাকা চাপা অভিমানের অকাল মৃত্যু দেখেছি।
বুঝেছি চিৎকার করে কাঁদতে না পারা মৃত্যুর থেকে পীড়াজনক!
বুঝেছি জীবিত লাশ হয়ে বেঁচে থাকা কতটা কষ্টের!
ঈশ্বর,আমি ঋতুবদলের ধাক্কায় লেশমাত্র কাঁপিনি,
তোমার প্রস্থানকালীন যাত্রার ভূমিকম্পে চুরমার হয়েছে আমার পৃথিবী।
সেই যাত্রায় শব হয়েছি আমি।
শোকার মাতমে পাগল হয়েছি।
অনিন্দ্য সুন্দর পৃথিবী ছাড়ার ইচ্ছেরা ডানা মেলেছে-
অথচ আগে এ বসুধাতে বেঁচে থাকার কত্ত অভিপ্রায় ছিল!
এহেন পরিবর্তিত রুপটা দেখার আগে মৃত্যু ভাল ছিল,
সে মৃত্যুতে অন্তত শান্তি ছিল
তোমাকে চেয়েছিলাম-
ঘুমভাঙা প্রতিটা সকলে আর নির্ঘুম প্রতিটা রাতে,
তোমাকে চেয়েছি প্রতিটা হ্মণে।
দিনের পর দিন,বছরের পর বছর সর্বদা সবসময়।
সেই তোমাকে ঘৃণা করে কীভাবে মরব বলো?
এ যন্ত্রনার শেষ নেই,নেই কোন মুক্তির পথ।
জানো,কেউ সুখে রাত জাগেনা,
কেউ সুখে পাথর হয় না।
সবারই কিছু ভুলে যাওয়ার মত গল্প থাকে, কিন্তু ভোলাটা যে আর হয়ে উঠে না!
সেসব গল্প ভুলতে নেই,ভুলা যায় না !
তোমার প্রস্থান না হলে কখনোই জানতাম না,
এক জীবনে সবকিছুর বিনিময়ে যাকে চাইবো সেই মানুষটাই এক সময় হারিয়ে যায়!
জানতাম না হাত বাড়ালেই যাকে ছোঁয়া যেত,
চোখ মেললেই যাকে দেখা যেত,
একটা সময় সে যোজন যোজন দূরত্বে চলে যায়!
কারো বিদায় নিয়ে চলে যাওয়া দেখতে কষ্ট হয়,
কিন্তু কারো না বলে চলে যাওয়াটা তীব্র কষ্টের!
চলে গেলে বরং বিদায় নিয়ে ই যেও,
হঠাত নিরুদ্দেশ হয়োনা।
একটা সময় কষ্ট হয়,
হাতড়ে খুঁজতে ভীষণ কষ্ট হয় !!"