পুরাতনী ভালবাসা
              
মিথ্যার রঙে রাঙানো ভালবাসায় রক্তাক্ত আমি,
পুরাতন তুমিকে আজও হাতড়ে বেড়াই;
তাই আজও আমি অপরাধী-


তার শাস্তিও তুমি দিলে,
নষ্ট করে জীবন,দূরে চলে গেলে।
হয়তো উঠেছে নব রবি তব গগনে,
সময়ের জোয়ারে আমারে আর নাই মনে!


নতুন শহরে নতুনের আনাগোনা,
নিজ হাতে মোর দুঃখজাল বোনা।
বসন্তের রঙে রাঙানো শহরে আমার বসবাস নাই,
ক্রমশ আমি দুঃখ নরকপানে ধাঁই!


তোমার শহরে চির বসন্ত,
জীর্ণ নগরীর তীব্র শীতে আমি ক্লান্ত।
জানো,আমি না অনেক আগেই মরে গেছি,
আমি তো সেই কবেই হারিয়ে গেছি তোমার অবহেলার শহরে!


জানো,
আমার শহরে সেই কবে ই বসন্ত ছুটি নিয়েছে!


আমার শহরে শুধু শীতের জীর্ণতা,
সুখ ভালবাসার বড়ই অপূর্ণতা!
দিনের শেষে নব ঋতুতে তুমি সাঝো নব রুপে,
নির্লজ্জ আমি থেকে যাই দুঃখকুপে!


তবুও ভালবেসে যাই,অতীতের সেই তুমিকে,
আমার কল্পলোকে শুধু পুরাতন তুমির বাস।
তব নতুনত্ব আমাকে প্রশান্তি দেয় না,
আমার অস্তিত্ব কে নতুন তোমাতে খুঁজে পাইনা,
সময়ের এহেন পরিবর্তন আমি মানিনা,
কালের এ ভয়াল স্রোতের যাত্রী নই আমি,
তোমারে করিব জীবনের ধ্রুবতারা,
পুরাতন তুমি ছাড়া জীবন বড়ই ছন্নছাড়া।
হে পুরাতনী তোমারেই ভালবাসি!
তোমারেই ভালবাসি।
ভালবেসে যাব জন্ম থেকে জন্মান্তরে।