প্রভাত সূর্যের মৃদু আলোয় তোমায় দেখেছিলাম,
মধ্যপ্রহরে প্রখর রোদ্রে,
রুপায় ছটায় খুঁজে পেলাম সোনালী হলুদ।
অস্তগামী সূর্যে চলেছিল আবিরখেলা;


তারপর কত প্রহর থেকেছি বসন্তলোকে!
স্বর্গসুখ প্রকট ছিল স্বীয় চোখে।
কতশত দেখা কতশত স্মৃতি-
সবই আজি ধূসর অতলে বিস্মৃতি।


যাকে মনে হয়েছিল নব্যপ্রভাতের সূচনা;
তা পর্যবসিত হলো নির্ঘুম রাতের পথা চলা।


একটা হিসাব মিলল না তাই,
একনিমিষে জীবন মরুভূমি,
অহর্নিশ খুঁজে তব চরণচুমি।
জীবন সূর্য আজ অস্তমিত,
প্রেমযুদ্ধে হৃদয় রক্তাক্ত ।


না দেখি রবি না দেখি তোমায়,
মন মোর তোমার শহরে পড়ে রয়।


তুমি ধ্রুবতারা নও,
নও তো শশী।
তবুও পাগল মত্ত আমি;
সতত তোমাতে আকর্ষী।


নতুন বেশে,তোমার দেশে
সূর্য কিরনে ফিরে পাবার আশ-
তোমাতে ঘুরে-ফিরি আমি,
সতত তোমাতে বসবাস!