সে এক অমোঘ সত্য!
জানতে হবে ভাই।
বাঁচার মতো বাঁচতে হলে;
সপ্ন থাকা চাই।।


ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখো:
স্বপ্ন সেটা নয়?
যেটা তোমায় ঘুমাতে দেয়না
স্বপ্ন তারে কয়।


স্বপ্ন হলো বাঁচার মানে:
স্বপ্ন প্রেরণা।
স্বপ্নহীনা জীবন ভাইরে
রহে অর্থহীনা।


স্বপ্ন দেখো,বাঁচতে শেখো;
করো নাকো ভয়।
স্বপ্নের লক্ষ্যে কাজ করে যাও
করবে বিশ্বজয়।


মহৎ-এরা যে পথে গেছেন
করো তা অনুসরণ।
ধৈর্য ধরে পরিশ্রম করো,
স্বপ্ন তোমায় করিবে বরণ।


স্বপ্ন এক যাদু-মন্ত্র;
অসাধ্য করে সাধন।
মহৎ উদ্দ্যেশে মানব-কল্যাণে,
জীবন করো গঠন।।