অন্যের সাথে তোমার সখ্যতা,
আমার না হয় হিংসে ই থাকুক-
নির্জনতা,একাকীত্বে আমার বসবাস-
ভরদুপুরে মনের মাঝে একটি ডাহুক ডাকুক!


ইচ্ছার বিরুদ্ধে আমার বেঁচে থাকা,
জীবন চলছে জীবনের মত তোমাকে ছাড়াই-
তবুও বাসনা হৃদয় মাঝে-
অনন্তকাল কাটুঁক তোমার সাথে;
নিয়ত জীয়ত কুন্ডে ঝাঁপাই!


তোমার জন্য আমার ভিতরে অস্থিরতা-
তুমি অন্য কারো বুকে খুঁজছো গভীরতা!
খুব কাছে থেকেও আলোকবর্ষ দূরত্বে আমি;
সবই যেন ভুল জন্মে আমার অসাড়তা!


অপেক্ষাতে ই প্রহর কাঁটছে-
সময় কিংবা দুঃখ যেন কচ্ছপের ই মত।
বেড়েই যাচ্ছে উৎকণ্ঠা,উদ্বেগ-
থেমে গেছে কলকাকলি,রাগ-অভিমান যত!


সহস্র বিনিদ্র রজনী শেষে-
ঝড়োঝড়ো শ্রাবণও পরে;
ভীষণভাবে মিশে গেছে আধাঁরের শেষে
কী অদ্ভুত-
বেঁচে থেকেও প্রাণ নেই ধরে!


শুন্যতা গুলি পূর্ণতা পাক,
স্বপ্ন রা ডানা মিলুক সুনীল আকাশে-
কল্পনা রা সব বাস্তবতায় যাক;
আজন্ম বাসনা আমার,
যা ছিল শুধু তোমার সকাশে!