কণ্টক আচ্ছাদিত সরোবরের সুগন্ধি পদ্ম দিয়ে তোমায় রাঙাতে পারব না;
দিতে পারবোনা দামি গাড়ি,বিশাল অট্টালিকা,বিলাসিত জীবন।
তবুও বলছি ভালবাসার সুখে মুড়ে রাখব তোমায়।
ভালবাসার কমতি হবে না কখনো!
প্রভাতের নির্মল বাতাসে ঝড়ে পরা সুবাসিত শিউলি দিয়ে মালা গেঁথে দিব।
তিলোত্তমা,শুভ্র বকুল দিয়ে তোমার গলে অলংকৃত করব।
বসন্তের নব পুষ্পে তোমার চুলে তারা ফোঁটাব।
হিমশীতল কুহেলিকায় কাধেঁ কাধঁ ফিলিয়ে হাঁটব দুজন।
স্নিগ্ধ শরতের মেঘের ভেলায়,
কাশফুলের আলতো ছোঁয়ায়।।
তুমি কি আসবে?
তুমি কি সঙ্গ দেবে আমায়,তিলোত্তমা?
কাটফাঁটা রোদে তোমার জন্য শীতল জলের ঢেউ হবো।
তুমি কি আমার হবে?
হাড়কাপা শীতে তোমার উষ্ণতার কারন হবো।
তোমার শত সুখের কারন হবো!
দুঃখ ভুলার সাথী হবো।
তুমি কি আসবে?
তোমাকে আসতেই হবে তিলোত্তমা;
নিষ্পাপ অমোঘ সত্য ভালবাসা কে তুমি অবহেলা করতে পারো না,
সত্যিই তুমি আসবে-
সেদিন অবসর হবে আমার অপেক্ষার,
একবার নয়,তুমি আসবে বারংবার।।
আমি জানি তুমি আসবে-
আমার ভালবাসার ছোট্ট ভেলায় সদা ভাসবে।
অপেক্ষার প্রহরের ছুটি দিয়ে,
হে তিলোত্তমা,জানি তুমি  আসবে!